দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ ৩মে বৈবাহিক জীবনের ৫০ বছর অতিক্রম করলেন বলিউডের সিনিয়র দম্পতি জয়া ও অমিতাভ। অমিতাভ এবং জয়ার অনস্ক্রিন রসায়ন শুরু থেকেই দর্শকরা পছন্দ করেন। দেখতে দেখতে সাংসারিক জীবনের দীর্ঘ পথ অতিক্রম করলেন এই জুটি।
৫০ তম বিবাহবার্ষিকী উপলক্ষে, সোশ্যাল মিডিয়ায় শুক্রবার রাতে অমিতাভ লিখলেন, "কিছুক্ষণ পরেই ৩ জুনের ভোর হবে। ভোর হলেই ৫০ বছর হিসেবে এই বছরটা ধরা হবে। আমাদের এভাবে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সকলে আমাকে ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানবেন।''
শ্বেতা বচ্চন অর্থাৎ অমিতাভ-জয়ার একমাত্র কন্যাও বাবা মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষ্যে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন,"হ্যাপি ৫০ মা-বাবা। তোমরা এখন থেকে গোল্ডেন হলে। আমি একবার মাকে জিজ্ঞেস করেছিলাম, এতদিন বিয়ে টিকিয়ে রাখার গোপন রহস্য কী? উত্তরে মা বলেছিলেন ভালোবাসা। এবং আমি মনে করি বাবা ছিলেন মায়ের জন্য একদম সঠিক মানুষ। এটাই হল বিয়ে টিকিয়ে রাখার মূল মন্ত্র।'
অমিতাভ বচ্চনের সোশ্যাল পেজে চোখ রাখলেই দেখা যায়, নানান বিষয় নিয়ে প্রায়শই তাঁকে ব্লগ লিখতে। ব্লগের মাধ্যমে ভক্তদের সঙ্গে কাজের আপডেটের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানান মতামত শেয়ার করেন অমিতাভ। ৩ জুনও ঘটেনি কোনও ব্যাতিক্রম।