দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে জল্পনা অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে নাকি চির ধরেছে। এই মুহূর্তে দুজনেই অভিনয় করছেন জি বাংলার ‘জল থই থই ভালবাসা’ ধারাবাহিকে। কিন্তু ঈপ্সিতা পুরনো সহ অভিনেতা দেবোত্তম মজুমদারের সঙ্গে জুটি বেঁধেছেন এই ধারাবাহিকে। ‘সুবর্ণলতার’ জুটিকে ফিরে পেয়ে বেজায় খুশি অনুরাগীরাও। এবার কি তাঁর সঙ্গেই বিয়ে সেরে ফেললেন ঈপ্সিতা?
একসঙ্গে বর-কনের বেশে ছবি শেয়ার করে দেবোত্তম লিখলেন, ‘‘সদ্য বিবাহিত’’। আসলে ধারাবাহিকের শ্যুটিং এর সময় কোকো এবং টিটোর বিয়ের ছবিই শেয়ার করেছেন অভিনেতা।