দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রণবীর সিং কে নিয়ে প্রথম বার করন জোহারের শো কফি উইথ করণে হাজির হয়েছিলেন দীপিকা। আর সেখানেই বিতর্ক জড়িয়ে পড়েন নায়িকা। মঙ্গলবার তাঁদের দাম্পত্য জীবনের পাঁচ বছরে পা দিলেন রণবীর-দীপিকা। এমনিতেই দীপবীরের জীবনে প্রেমের খামতি নেই। বরাবরই দীপিকার প্রতি নিজের প্রেম জাহির করে এসেছেন রণবীর। কেউ কেউ এ বার দীপিকার প্রতি প্রেম দেখে বাড়াবাড়ি বলেও কটাক্ষ করতে ছাড়েননি রণবীরকে। এমন অবস্থায় করণের শোয়ে এসে অভিনেত্রী স্বীকার করেন, ‘‘আমি অনেক পুরুষের সঙ্গে মিশেছি। রণবীরের সঙ্গে সম্পর্কে থাকাকালীনও। কিন্তু যতই মিশি না কেন, মন থেকে আমি ওর প্রতি ‘কমিটেড’ থেকেছি।”
গত এক মাস ধরে অভিনেত্রীর চারিত্রিক দৃঢ়তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। গত এক মাস ধরে অভিনেত্রীর চারিত্রিক দৃঢ়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। সমাজমাধ্যমের পাতায় হাসাহাসি মিমের বন্যা। অবশেষে এই বিতর্ক নিয়ে মুখ খুললেন খোদ দীপিকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর উদ্দেশে চলতে থাকে কটাক্ষ। করণের শোয়ে করা মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেত্রীর সাফ কথা, “আমি কালে কালে সেই মানুষটাতে রূপান্তরিত হয়েছি, যে নিজের ভুলগুলো নিয়ে স্পষ্ট ভাবে কথা বলতে পারে। আসলে আমার কিছু যায়-আসে না। আপনার সঙ্গে আমার মতপার্থক্য থাকতেই পারে। আমাকে যদি কেউ কখনও সমথর্ন না করে, যদি আমি একা হয়ে যাই, তাতে ভয় পাই না।’’
২০১৫ সালেই নাকি তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রণবীর। ‘কফি উইথ করন’-এর অষ্টম সিজনে সেই গোপন তথ্যও ফাঁস করেন অভিনেতা। ২০১৫ সাল থেকেই নাকি একে অন্যের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন তাঁরা। রণবীরের কথায়, ‘‘কেউ সুযোগ নেওয়ার আগেই আমি চটি রেখে জায়গা দখল করে নিয়েছিলাম!’’ রণবীরের কথার রেশ ধরেই হাসিমুখে দীপিকা বলেন, ‘‘একেবারে অ্যাডভান্স বুকিং!’’