Entertainment

3 weeks ago

Vishal Dadlani: হাসপাতালে ভর্তি বিশাল দাদলানি! আচমকা কি ঘটল ইন্ডিয়ান আইডলের বিচারকের?

Vishal Dhadlani (File Picture)
Vishal Dhadlani (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাসপাতালে ভর্তি গায়ক বিশাল দাদলানি। -হাসপাতালের বিছানায় শুয়ে ছবি শেয়ার করলেন গায়ক। গায়ককে এখন মূলত দেখা যাচ্ছে ইন্ডিয়ান আইডল ১৪ -তে বিচারক হিসেবে সঙ্গে রয়েছেন শ্রেয়া ঘোষাল এবং কুমার শানু। তবে আচমকাই এভাবে ছবি শেয়ার করায় চিন্তার ভাঁজ সকলের মুখে, ছবিটি পোস্ট করে বিশাল লেখেন, 'কী হয়েছে জানতে চাইবেন না। এটা ভুল প্রশ্ন একটা। বরং জিজ্ঞেস করুন অভিজ্ঞতা কেমন? আমি বলব দুর্দান্ত। ডর কে কেয়া জিনা। ভালো ভাবে বাঁচো বন্ধুরা।' একই সঙ্গে তিনি সকলের থেকে ক্ষমাও চান আচমকা এভাবে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য।

You might also like!