Entertainment

10 months ago

Nirmala Mishra Death : নির্মলা মিশ্রর প্রয়াণে শোকস্তব্ধ হৈমন্তী শুক্লা

hoimanti sukla death reaction of nirmala mishra
hoimanti sukla death reaction of nirmala mishra

 

কলকাতা,৩১ জুলাই : শনিবার রাতে দর্শকদের কাঁদিয়ে প্রয়াত হয়েছেন সংগীতশিল্পী নির্মলা মিশ্র । নির্মলা মিশ্রর প্রয়াণে শোকস্তব্ধ আরেক সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা। নির্মলা মিশ্রর প্রয়াণে শোকস্তব্ধ হৈমন্তী শুক্লা বলেন,'' আমার সঙ্গে মানুষটার সম্পর্ক বহুদিনের। আর শুধু যে সম্পর্ক তা তো নয়। সে ছিল এক বড়ই মধুর সম্পর্ক। দিদির কাছে আমি কানমোলাও খেয়েছি বেশ কয়েকবার। সব সময় বলতেন, এই ভাল গেয়েছিস একদম ভাববি না। কোথায় কোথায় তোর খুঁত আছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করবি। একবার এক স্টুডিয়োতে গান রেকর্ড করতে গিয়েছি, উনিও গান গেয়ে বের হচ্ছিলেন। আমাকে দেখেই দাঁড়িয়ে পড়লেন। তারপর বললেন, এই তুই সেদিন একটা ভজন গাইলি। ভীষণ ভাল। আমাকেও শিখিয়ে দে। আমি ওই ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভজন গাইলাম। ওঁর শেখাও হয়ে গেল। পরে দেখি আবার ফোন করেছেন। ফোনে সে কী প্রশংসা আমার। তোর কী সুরের উপর দখল রে হৈমন্তী । খালি গলায় গাইলি কই ‘সা’ তো পাল্টে গেল না । নির্মলাদি’র অনেক জ্ঞান ছিল । শুধু যে ভাল গাইতেন এমনটা নয় । কিন্তু সব সময় প্রকাশ করতে পারতেন না। কী সুরেলা একজন মানুষও ছিলেন সে ''।

উল্লেখ্য, শনিবার রাতে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ১২টা ৫ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার চেতলায় নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয় । মৃত্যুকালে গায়িকার বয়স হয়েছিল ৮১ বছর।

You might also like!