দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নন্দিনী চট্টোপাধ্যায় ছোটপর্দার দজ্জাল শাশুড়ি হিসাবেই পরিচিত। বহু ধারাবাহিকেই দক্ষতার সঙ্গেই অভিনয় করছেন তিনি। 'জল থই থই ভালোবাসা' ধারাবাহিকে নন্দিনীকে এই মুহূর্তে দেখা যাচ্ছে। ওই ধারাবাহিকে তিনি টোটার শাশুড়ি। তবে ইন্ডাস্ট্রিতে নন্দিনীর যাত্রা খুব একট সহজ হয়নি। এতদিন কাজ করার পরেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নন্দিনী চট্টোপাধ্যায় জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে তাঁর কোনও বন্ধু নেই।
ইন্ডাস্ট্রিতে কোনও বন্ধু না থাকার কারণ হিসাবে সরাসরি লবিবাজির দিকে আঙুল তুলেছেন নন্দিনী চট্টোপাধ্যায়। তাঁর ক্ষোভ, টলিপাড়ায় লবির অংশ হতে পারলে তবেই কাজ পাওয়া যায়। নন্দিনীর আক্ষেপ, বিনোদন জগতে তাঁকে সেভাবে কাজের সুযোগ করে দেওয়া হয়নি। নন্দিনীর কথায়, ‘আমি কাজ করছি ঠিকই, তবে যে চরিত্রটা পেলে আমার অভিনয় জীবন স্বার্থক হবে, তা আমায় দেওয়া হয় না।’ নন্দিনীর কথায়, এতদিন কাজ করেও এই ইন্ডাস্ট্রিতে তাঁর সেভাবে কোনও বন্ধু নেই।