দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এতদিন পর্যন্ত টলিউডের নামে ‘বদনাম’ ছিল তামিল কিংবা অন্য ইন্ডাস্ট্রির অনুকরণে বা রিমেকে ছবি বানানোর। তবে এবার উলটপুরাণ। শোনা যাচ্ছে, এবার বাংলা দেখে ‘কপি’ করছে পঞ্জাব ইন্ডাস্ট্রি। আর পঞ্জাবি এই ছবির নায়ক হতে চলেছেন গুরু রণধাওয়া। নায়িকার নামটি এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, রণধাওয়ার প্রেমিকা শেহনাজ গিলকেই দেখা যাবে বিপরীতে।
জানেন কোন বাংলা ছবির রিমেক হচ্ছে পঞ্জাবে?
যদিও এখনও অবধি রিলিজই হয়নি ছবিটি। আদৃত রায় অভিনীত ছবি ‘পাগলপ্রেমী’ ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে বেশ কিছুদিন হল। তবে এখনও মুক্তির দিনক্ষণ জানা যায়নি।
জানা গিয়েছে, বাংলাদেশের পর পঞ্জাবেও নিজেদের বিস্তৃতি বাড়াতে চলেছে প্রযোজনা সংস্থা। সব ঠিক থাকলে ১৫ জুনই হবে শ্যুটিং।