Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Entertainment

1 month ago

Zubeen Garg death: জুবিন গার্গের মৃত্যু, এক সদস্যের বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন রাজ্যপালের

Singer Zubeen Garg died in Singapore on September 19
Singer Zubeen Garg died in Singapore on September 19

 

গুয়াহাটি, ৪ অক্টোবর : হাৰ্টথ্ৰব, অসমবাসীর প্রাণের শিল্পী জুবিন গার্গের অকালমৃত্যুর তদন্ত করতে এক সদস্যের বিচারবিভাগীয় কমিশন গঠন করেছেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য। আগামী ছয় মাসের মধ্যে কমিশনকে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫২-এর ধারা ৩-এর অধীনে গৌহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র শইকিয়ার নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিশন গঠন করেছেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ। ৩ অক্টোবর জারিকৃত বিজ্ঞপ্তিতে কমিশনের কার্যপরিধির রূপরেখাও দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক সদস্যের প্যানেলটি জনপ্রিয় গায়কের অকালমৃত্যুর আগে এবং পরে সংঘটিত ঘটনাবলির ক্রম পরীক্ষা করা, মৃত্যু সম্পর্কিত কোনও ব্যক্তি, কোনও প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও ত্রুটি, অবহেলা চিহ্নিত করা এবং বাহ্যিক কারণ, বেআইনি কাৰ্যকলাপ, কিংবা ষড়যন্ত্রের সম্ভাবনা ইত্যাদি অনুপুঙ্খ তদন্ত করতে হবে। বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে ছয় মাসের মধ্যে কমিশনকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন রাজ্যপাল। প্রসঙ্গত, কিংবদন্তি গায়ক জুবিন গার্গের মৃত্যুর তদন্ত করছে সিআইডি-এসআইটি। রাজ্যজুড়ে দুই অভিযুক্ত সিঙ্গাপুরে নৰ্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের মূল আয়োজক শ্যামকানু মহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধাৰ্থ শৰ্মার বিরুদ্ধে রুজুকৃত ৬০-টির বেশি এফআইআর-এর ভিত্তিতে মামলা চলছে। এছাড়া আরও প্রায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।

গোটা তদন্ত প্ৰক্ৰিয়ার মনিটরিং করছেন খোদ অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। ইতিমধ্যে শ্যামকানু মহন্ত এবং সিদ্ধাৰ্থ শৰ্মাকে গ্ৰেফতার করে ১৪ দিনের হেফাজতে নিয়েছে এসআইটি। গ্রেফতার করা হয়েছে আরও কয়েকজনকে।

You might also like!