Entertainment

2 months ago

Dipika Padukone : কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে মোহময়ী দীপিকা পাড়ুকোন

Dipika Padukone
Dipika Padukone

 

ক্যালিফোর্নিয়া, ১৩ মার্চ : শেষ হল বহু প্রতীক্ষিত ৯৫ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড শো। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসেছিল চাঁদের হাট। সোমবার ৯৫ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের রেড কার্পেটে হাঁটলেন দীপিকা পাড়ুকোন। কালো হলিউড স্টাইল বেবিলন পোশাক, বাঁধা চুল এবং ন্যুড মেকআপে ঝলমলিয়ে উঠেছিলেন অভিনেত্রী। দীপিকার পাশাপাশি অস্কারের আরো উপস্থাপক ছিলেন, ডোয়াইন জনসন, এমিলি ব্লান্ট, রিজ আহমেদ, গ্লেন ক্লোজ, স্যামুয়েল এল জ্যাকসন, মাইকেল বি জর্ডান এবং জোনাথন মেজার্স।

প্রথম ভারতীয় মহিলা অভিনেতা হিসেবে দীপিকা পাড়ুকোন অস্কারে প্রেসেন্টার হিসেবে আবির্ভূত হয়েছেন। দীপিকা মঞ্চে উঠতেই হাততালিতে ফেটে পড়েন দর্শকেরা। তাতেই স্পষ্ট ভারতের পাশাপাশি বিদেশের মাটিতে সমান জনপ্রিয় অভিনেত্রী। দীপিকার বাঁ কানের নিচে নজর কেড়েছে একটি ছোট্ট ট্যাটু। যাতে লেখা ‘৮২ ডিগ্রি ই’। এটি হল দীপিকার নিজস্ব প্রসাধনী সামগ্রী সংস্থার নাম।

নাট্টু নাট্টু’ গানের ঘোষণা করেন দীপিকা। অস্কারের মঞ্চে সেরা ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট হিসাবে পুরস্কৃত হয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। গোটা বিশ্বকে হারিয়ে জয়ী দুই নারী। অস্কারের মঞ্চে মোহময়ী রূপে ধরা দেন পরিচালক কার্তিকি গনজালভেজ। একজন ভারতীয় নারী হিসাবে ট্র্যাডিশনাল শাড়ি পরে মঞ্চে ওঠেন প্রযোজক গুনিত মুঙ্গার।অস্কার মঞ্চে কালো পোশাকে ধরা দেয় টিম ‘আরআরআর’।


You might also like!