Entertainment

2 weeks ago

Emergency Movie: এ বছর নয়, আগামী বছর ‘ইমার্জেন্সি’

Emergency Movie
Emergency Movie

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কঙ্গনা রনৌতের ‘ইমার্জেন্সি’ ছবির মুক্তির দিন নিয়ে দীর্ঘদিন ধরে অনেক টালবাহানা চলছে। গত সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ভারতের সেন্সর বোর্ডের শংসাপত্র না পাওয়ার জন্য ছবিটি তখন মুক্তি পায়নি। আজ এই ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করা হয়েছে।

কঙ্গনা আজ ‘ইমার্জেন্সি’র নতুন মুক্তির দিন ঘোষণা করেছেন। ছবিটি এ বছর নয়, আগামী বছর মুক্তি পাবে। কঙ্গনা প্রযোজিত, অভিনীত এবং পরিচালিত ছবিটি ২০২৫ সালের ১৭ জানুয়ারি বড় পর্দায় আসতে চলেছে।

কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘ইমার্জেন্সি’ ছবির এক পোস্টার প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘দেশের সবচেয়ে শক্তিশালী নারীর মহাকাব্য। আর ওই মুহূর্ত দেশের ভাগ্যবদলে দিয়েছিল। এর অবলম্বনে ছবি “ইমার্জেন্সি” ১৭ জানুয়ারি ২০২৫-এ বড় পর্দায় আসবে।’ কঙ্গনার এই পোস্টে অভিনেতা অনুপম খের মন্তব্য করে লিখেছেন, ‘জয় হো।’ এই বলিউড অভিনেতা ‘ইমার্জেন্সি’ ছবির মূল চরিত্রে আছেন।

‘ইমার্জেন্সি’ ছবির নতুন মুক্তির দিন ঘোষণা হওয়ার পর থেকে নেটজনতাদের অনেকে মন্তব্য করেছেন। অনেকেই বলেছেন যে কঙ্গনার এই ছবি ব্লকবাস্টার হতে চলেছে। অনেকের মন্তব্য যে তাঁরা ছবিটির জন্য অধীর অপেক্ষায় আছেন।

ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনের আধারে নির্মাণ করা হয়েছে ‘ইমার্জেন্সি’। এই ছবিতে মূলত তুলে ধরা হয়েছে ভারতীয় রাজনীতির এক বিশেষ অধ্যায়কে। কঙ্গনা, অনুপম খের ছাড়া এই ছবির মূল চরিত্রে আছেন শ্রেয়স তলপড়ে, মহিমা চৌধুরী।

You might also like!