দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিয়ে করেননি, কিন্তু ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে প্রথমবার মা হয়েছিলেন একতা কাপুর বলিউডে গুঞ্জন, দ্বিতীয়বার মা হচ্ছেন তিনি।
একতা কাপুরের প্রথম সন্তানের নাম রবি৷ তার এখন ৫ বছর বয়স। ছোট্ট রবি এবার পেতে চলেছে খেলার সঙ্গী। এবারও সারোগেসির মাধ্যমেই মা হতে চলেছেন একতা।
জিতেন্দ্র কাপুরের দুই সন্তান তুষার এবং একতা কেউই বিয়ে করেননি। ২০১৬ সালে সারোগেসির মাধ্যমেই বাবা হন তুষার। তাঁর ছেলের নাম লক্ষ্য। তুষার এবং একতা দুজনে মিলেই বড় করছেন লক্ষ্য এবং রবিকে।
বিয়ে করতে কখনওই চাননি একতা৷ কিন্তু চেয়েছিলেন মা হতে৷ ৩৬ বছর বয়স থেকেই নিজেই ডিম্বাণু সংরক্ষণ করছেন তিনি। এবার দ্বিতীয় সন্তান আসছে তাঁর কোলে। যদিও অফিসিয়ালি এই বিষয়ে কিছু জানাননি একতা।