দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঋতুপর্ণা সেনগুপ্তের পাশে দাঁড়ালেন সায়নী ঘোষ। ঋতুপর্ণাকে ইডির ডাক নিয়ে তিনি বললেন, “ষড়যন্ত্র হতেই পারে। ঋতুদিকে আগেও বহুবার গ্রিল করা হয়েছে।” অভিনেত্রী সুন্দরভাবে গোটা বিষয়টা সামলে নেবেন বলেও আশাবাদী সায়নী।
ঋতুপর্ণার ইডি তলব নিয়ে মুখ খুললেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তিনি বলেন, “ষড়যন্ত্র হতেই পারে। এই প্রথম নয়। এর আগেও ঋতুদিকে বারবার গ্রিল করা হয়েছে।” প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের জুলাইয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজভ্যালিকাণ্ডে তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল। একসময় রোজভ্যালি বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল। যে ছবির কয়েকটি অভিনয়ও করেছিলেন ঋতুপর্ণা। সেই সূত্রেই ঋতুপর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর যোগাযোগ হয়েছিল বলে ইডির তরফে সে সময় জানানো হয়েছিল। আর তা নিয়েই জিজ্ঞাসাবাদ করতে ইডি তলব করেছিল ঋতুপর্ণাকে।