Entertainment

7 months ago

ED chargesheet againt Jacquiline : ২০০ কোটির তছরুপ মামলায় নাম জড়াল জ্যাকলিনের, ইডি-র চার্জশিট পেশ

ED chargesheet againt Jacquiline

 

মুম্বই, ১৭ আগস্ট  : প্রাক্তন বন্ধু সুকেশ চন্দ্রশেখরের কারণে ফের একবার বিপাকে পড়লেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ২০০ কোটি টাকার একটি তছরুপ মামলায় চার্জশিটে জ্যাকলিনের নাম রয়েছে বলে জানা গিয়েছে। এর আগেও বেশ কয়েকবার প্রতারক সুকেশের সঙ্গে সম্পর্কের কারণে তাঁকে জেরা করা হয়েছিল। এ বার ২০০ কোটি টাকারও বেশি তছরুপ মামলার চার্জশিটে জুড়ে গেল মুম্বইয়ের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নাম। প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে এই মামলার চার্জশিট জমা হয়েছিল আগেই।

অতিরিক্ত চার্জশিটে অভিযুক্ত হিসাবে জ্যাকলিনের নামও জুড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবারই এই অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হয় আদালতে। ইডি সূত্রের দাবি, তদন্তে স্পষ্ট বোঝা গিয়েছে যে, জ্যাকলিক জানতেন সুকেশ একজন তোলাবাজ। জেনেবুঝেই এই তোলাবাজির টাকায় যথেষ্ট সুযোগ-সুবিধা ভোগ করেছেন তিনি। সুকেশের থেকে অনেক বার বহুমূল্য ‘উপহার’ পেয়েছেন অভিনেত্রী। ইডির জেরায় তা স্বীকারও করেছেন জ্যাকলিন। জ্যাকলিনকে এই মামলায় বেশ কয়েক বার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি গোয়েন্দারা। তাঁর দেশ ছেড়ে বেরোনোর উপরেও রয়েছে আদালতের নিষেধাজ্ঞা।

You might also like!