Entertainment

10 months ago

Didi No 1: দিদি নং ওয়ানে খুদের বকা রচনাকে! কি বললেন দিদি?

Rachana Banerjee with a child in the set of Didi No 1
Rachana Banerjee with a child in the set of Didi No 1

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিদি নং ওয়ানে খেলতে এসে দিদিকেই বকা! এক খুদের কাণ্ড দেখে হতবাক সকলে। আসলে জি বাংলার তরফে প্রকাশ্যে এসেছে দিদি নং ওয়ানের একটি নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, রচনাকে ধমক দিচ্ছে এক খুদে প্রতিযোগী। সে এসেই রচনাকে প্রশ্ন করল, 'তুমি এত লোগা তেন?' (পড়ুন, তুমি এত রোগা কেন?) তার কথায় চমকে ওঠেন সঞ্চালিকা। তারপর সে আবার বলে, 'আমি ফোনে খবর পেয়েছি তুমি একদম হেলদি ফুড খাও না। দুধ খাও না।' সেটা শুনে রচনা বলেন, 'হ্যাঁ আমি দুধ খাই না তো। দুধ তো বেবিরা খায়।' সেটা শুনে সেই খুদে প্রতিযোগী আবার বলে ওঠে, 'তুমি অরেঞ্জ খাও না, অ্যাপেল খাও না।' তার এই কথা শুনে হেসে ওঠেন সকলেই। এভাবে সঞ্চালিকাকে যে কেউ শাসন করতে পারে কেউ ভাবেইনি। তাই তো তার কাণ্ডে হেসে খুন সকলেই। শিশু দিবসে দিদির সঙ্গে খেলতে এসেছিল এই খুদে কথামৃতা রায়।

You might also like!