Entertainment 5 months ago

দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি পেতে চলেছেন স্বর্ণযুগের অভিনেত্রী আশা পারেখ

Asha Parekh

 


দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ছয় ও সাতের দশকে হিন্দি চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন 'লাভ ইন টোকিও' খ্যাত অভিনেত্রী আশা পারেখ। মাত্র ১০ বছর বয়সে মা ছবির হাত ধরে শিশুশিল্পী হিসাবে অভিনয় জগতে পা রেখেছিলেন। দিল দে কে দেখো ছবি দিয়ে অভিনেত্রী হিসাবে কাজ শুরু করেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। 

'তিসরি মঞ্জিল', ‘কাটি পতঙ্গ', ‘ম্য়ায় তুলসি তেরে আঙ্গনকি’-এর মতো একাধিক সিনেমা তাঁর শক্তিশালী অভিনয়ের ফলে বলিউডের ইতিহাসে কাল্ট-এর তকমা পেয়েছেন। ৮০ ছুঁই ছুঁই এই সুন্দরী অভিনেত্রীকে চলতি বছর দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হতে চলেছেন।  


You might also like!