Entertainment 6 months ago

Court summons actor Jacqueline Fernandez : আরও বিপাকে অভিনেত্রী জ্যাকলিন, ২৬ সেপ্টেম্বর অভিনেত্রীকে হাজিরার নির্দেশ পাটিয়ালা কোর্টের

Court summons actor Jacqueline Fernandez

 

নয়াদিল্লি, ৩১ আগস্ট : আরও বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। এবার বলিউডের নামকরা এই অভিনেত্রীকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। আগামী ২৬ সেপ্টেম্বর দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে অভিনেত্রীকে। বুধবার জ্যাকলিনকে সমন পাঠিয়ে আদালত নির্দেশিকায় জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর সশরীরে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে।

কেন জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হল, সেই তথ্যও জানতে চাওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছ থেকে। বর্তমানে ২০০ কোটি টাকারও বেশি আর্থিক দুর্নীতির মামলায় জ্যাকলিনের নাম জড়িয়েছে। গত ১৭ আগস্ট দিল্লির একটি বিশেষ আদালতে জ্যাকলিনের বিরুদ্ধে সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করে ইডি। এর আগে একাধিকবার জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি-র আধিকারিকরা।


You might also like!