নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর : দীর্ঘ ৪৩-দিনের রুদ্ধশ্বাস লড়াই শেষ। মাত্র ৫৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন জনপ্রিয় কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। গত ১০ আগস্ট জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয় দিল্লির এইমস-এ। সেই থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন শিল্পী। বুধবার তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজু শ্রীবাস্তব আর নেই।
গত ১০ আগস্ট দিল্লির এইমস ভর্তি করানোর পর ভেন্টিলেটরেই ছিলেন কৌতুকশিল্পী ও অভিনেতা রাজু শ্রীবাস্তব। তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। বিগত এক মাস ধরে কখনও জানা যায়, রাজুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আবার কখনও জানা যায়, কৌতুকশিল্পীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দীর্ঘ দিন এইমস-এ চিকিৎসাধীন থাকার পর প্রয়াত হয়েছেন রাজু শ্রীবাস্তব।
১৯৮০ থেকে বিনোদন শিল্পে কাজ করছেন রাজু। ২০০৫-এ একটি হাস্যকৌতুকের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর প্রথম বার শিরোনামে আসেন তিনি। ‘ম্যায়নে পিয়ার কিয়া’, ‘বাজিগর’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছেন রাজু। তিনি উত্তর প্রদেশের ‘ফিল্ম ডেভলপমেন্ট কাউন্সিলের’ চেয়ারম্যানও ছিলেন।