Entertainment

3 weeks ago

Dev-Rukmini-Srijit: ব্যোমকেশ-বিতর্ক এখন অতীত, দেব-রুক্মিণীকে নিয়ে জানুয়ারিতে শুটিং শুরু সৃজিতের

Dev-Rukmini-Srijit
Dev-Rukmini-Srijit

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃব্যোমকেশ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এক সময়ে। পরে অবশ্য দেবের ব্যোমকেশের ট্রেলার লঞ্চ হয়েছিল সৃজিতের হাত দিয়েই। এখন সব বিতর্ক অতীত। বরং দেব-রুক্মিণীকে নিয়ে ছবি করছেন, এমন ঘোষণা করে ফেলেছেন, শুটিং শুরু হচ্ছে নতুন বছরেই।

দিন কয়েক আগেই দেবের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে সৃজিত লিখেছিলেন 'খেলা হবে', তখনই সব জল্পনার অবসান হয়েছিল। আগামী জানুয়ারিতেই শুটিং শুরু হচ্ছে। ছবিতে নায়িকা দেবের অফস্ক্রিন নায়িকাই, অর্থাৎ রুক্মিণী।

দীর্ঘ ৮ বছর পর একসঙ্গে কাজ করছেন দেব-সৃজিত।

You might also like!