Entertainment

2 weeks ago

Salman Khan : সালমান খানের পাশে নেই বলিউড

Salman Khan
Salman Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সহকর্মীদের দুঃসময় থেকে সুসময়—শতব্যস্ততার মধ্যে সবার আগে হাজির হন বলিউড তারকা সালমান খান। তাঁর মাধ্যমে ইন্ডাস্ট্রিতে সুযোগ পেয়েছেন অনেক অভিনেতা থেকে নির্মাতা। নতুন কোনো সিনেমা মুক্তি পেলেও তিনি উৎসাহ দেন। কিন্তু নিজের সিনেমা মুক্তির পর তাঁর পাশে নেই কেউ। যেন গোটা বলিউড নীরব। আক্ষেপ করেই তাই সালমান বললেন, ‘আমারও উৎসাহ দরকার পড়ে।’

হত্যাচেষ্টা থেকে হুমকি; এর মধ্যে বক্স অফিস ব্যর্থতা—সময়টা ভালো যাচ্ছে না সালমান খানের। হত্যা হুমকির মধ্যে ‘সিকান্দার’ সিনেমার শুটিং করেছেন তিনি। তাই এই ছবি নিয়ে তাঁর অনুরাগীদের প্রত্যাশাও ছিল তুঙ্গে। ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিটি ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। অনেকেই মনে করছেন, প্রচারণার ঘাটতির কারণেও সিনেমাটি ব্যবসায়িকভাবে সুবিধা করতে পারেনি। নিরাপত্তার কারণে তেমন কোনো প্রচারে পাওয়া যায়নি সালমান খানকে। তবে তাঁর অনুরাগীদের অনেকে মনে করছেন, বলিউডের অন্য তারকারা ‘সিকান্দার’–এর প্রচারণায় পাশে থাকলে সিনেমাটির ভাগ্যে আরও ভালো কিছু থাকতে পারত।বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারেও প্রসঙ্গটি এসেছে। সেখানে সঞ্চালক সালমানের কাছে জানতে চান, সবাইকে তিনি উৎসাহ দিলেও তাঁর পাশে কেন কেউ নেই? এই প্রশ্নের পর সালমানের অভিব্যক্তি দেখে অনুরাগীদের মন ভেঙেছে। সেখানে তাঁকে বিধ্বস্ত ও ক্লান্ত দেখাচ্ছিল। উত্তরে সালমান বলেন, ‘ওরা সবাই হয়তো ভাবে, আমার ছবির জন্য আলাদা করে উৎসাহ দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু সবারই উৎসাহের দরকার পড়ে।’

ঈদের সময় সালমানের ছবি মুক্তি পাওয়া মানে বলিউডে উৎসব। প্রেক্ষাগৃহে হাউসফুল শোয়ের সঙ্গে টিকিট–সংকট। কিন্তু এবার অধিকাংশ দিনই প্রেক্ষাগৃহ ভরল না। তবে পাইরেসির প্রভাব বক্স অফিসে পড়েছে বলে মনে করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকেরা। এর ওপর সালমানের অতিরিক্ত ওজন বৃদ্ধিও খানিকটা প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে।

You might also like!