দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্রিকেট খেলা দেখা নিয়ে না না দর্শকের না না কুসংস্কার দেখা যায়, সেই দলে না কী পড়েন খোদ বিগ বি ও। ১৫ নভেম্বর মুম্বইয়ে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের ম্যাচ হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেখানে দুর্দান্ত ইনিংস খেলে এবং নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে জায়গা করে নিয়েছে। ১৯ নভেম্বর সেই দিন, যেদিন বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি খেলবে ভারত। আহমেদাবাদের স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। এবং ভারত যদি জিতে যায়, তা হলে এটা হবে দেশের তৃতীয় বিশ্বকাপ জয়। ফলে কুসংস্কার মেনে এদিন খেলা দেখবেন না অমিতাভ বচ্চন।
তেমনটা তিনি লিখেছেন তাঁর ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে। লিখেছেন, “তিনি খেলা না দেখলে ভারত যেতে”। সেখানে রসিকতা করে এক অনুরাগী বলেছেন, তা হলে আপনি সেদিন চোখে রুমাল বেধে থাকবেন?”
১৯ নভেম্বরের দিকে তাকিয়ে গোটা দেশ।রোহিত শর্মার নেতৃত্বে কি কাপ আসবে ভারতের হাতে। এখন সেটাই দেখার বিষয়।