Entertainment

3 weeks ago

B Praak: সদ্যোজাতকে হারিয়ে ভেঙে পড়লেন গায়ক বি প্রাক

B Praak
B Praak

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গায়ক বি প্রাক (B Praak)-এর বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি। বেশ কয়েক মাস ধরে এই খবরে উচ্ছ্বসিত ছিলেন গায়কের অনুরাগীরা।  তবে নাহ, এটা বি প্রাক ও তাঁর স্ত্রী মীরা এবং তাঁদের পরিবারের কাছে সুখবর হয়ে আসেনি। এসেছিল জীবনের সবথেকে বড় দুঃসংবাদ হয়ে। কারণ, জন্মের পরই সদ্যোজাত সন্তানকে হারান গায়ক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা, ভারাক্রান্ত মনের কথা জানিয়েছেন গায়ক। বলেন, ‘আগার লাইফ মে কোই ভরি লাগা, কিসকো উঠানা, তো ভো আপনে বেটে কি... উসে ভরি চিজ ম্যানে লাইফ মে উঠায়ি হি না। ম্যায় আপনি মামি কো বোল রাহা কি হাম কেয়া কর রহে হ্যায়, ম্যানে তো ইতনা ভার উঠায়িহি নেহি।’ (আমি জীবনে যদি সবথেকে কঠিন ভার বয়ে থাকি, তবে সেটা আমার ছেলের। আমি মাকে বলেছিলাম, এত ভার তো আগে কখনও বহন করিনি।'

বি প্রাক, বলেন, ‘সেদিন আমি হাসপাতাল থেকে বাড়ি ফিরতেই আমার স্ত্রী মীরা নিচের ঘরে নেমে এল। বলল, ওকে কবর দিয়ে চলে এলে তো, আমাকে একটি বার ওর মুখটাও দেখতে দিলে না…, একটি বার অন্তত আমায় ওকে দেখতে দিতে। আজও ওর (মীরা) মধ্যে এই কারণে আমাকে নিয়ে একটা খারাপ লাগা মনে বয়ে নিয়ে চলেছে। জীবনের সবথেকে খারাপ দিন ছিল ওটি। জীবনে কোনওদিনও ওই দিনটি ভুলব না।’ শিল্পীর কথায়, সন্তান হারানোর থেকে কোনও দুঃখ কি বাবা-মায়ের কাজে বড় হতে পারে! 

আজও বি প্রাকের স্ত্রী মীরা বচ্চনের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়, এখনও তিনি তাঁর দ্বিতীয় সন্তান ফাজাকে ভুলতে পারেননি। 

You might also like!