Entertainment

5 days ago

Actress Avneet Kaur:মনের মানুষ পেলে কবিতা লিখবেন অবনীত

Actress Avneet Kaur
Actress Avneet Kaur

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এ বছর কান চলচ্চিত্র উৎসবে বেশ কয়েকজন বলিউড অভিনেত্রীর অভিষেক হয়েছে। এ তালিকায় আছেন অভিনেত্রী অবনীত কৌর। কিন্তু অনেকেই বাঁকা চোখে দেখেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর এই আত্মপ্রকাশকে। এক সাক্ষাৎকারে নানান নেতিবাচক বিষয় নিয়ে কথা বলেছেন অবনীত।

৭৪তম কান চলচ্চিত্র উৎসবের আঙিনায় অবনীত তাঁর আগামী ছবি ‘লাভ ইন ভিয়েতনাম’-এর প্রথম লুক প্রকাশ করতে উপস্থিত ছিলেন। এ ছবির মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে পা রাখতে চলেছেন তিনি। তাই ছবিটিকে ঘিরে আরও উচ্ছ্বসিত এই অভিনেত্রী। কিন্তু অনেকেরই বোধ হয় সহ্য হয়নি অবনীতের এই উত্তরণ। হয়তো এ কারণেই নানান তির্যক মন্তব্য শুনতে হচ্ছে তাঁকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অবনীত নেতিবাচক বাতাবরণের প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমার জায়গায় যদি কোনো পুরুষ অভিনেতা কান ফিল্ম ফেস্টিভ্যালে যেতেন, তাহলে মানুষ খুশি হতেন। সবাই ভালো ভালো কথা বলতেন। কিন্তু আমার যাওয়া কেউ যেন মেনে নিতে পারছেন না। আমি আমার ছবির প্রথম পোস্টার রিলিজের জন্য ওখানে গিয়েছিলাম। কিন্তু সবাই নানান প্রশ্নবাণে আমাকে জর্জরিত করছেন। আমার মনে হয়, মানুষের খুশি হওয়া প্রয়োজন; কারণ, এই দেশের এক শিল্পী এত বড় স্তরে গেছে। উল্টো তারা আমার সমালোচনা করতে ব্যস্ত।’

দুঃখ প্রকাশ করে অভিনেত্রী আরও বলেন, ‘আমি বুঝে উঠতে পারছি না, মানুষ আমার জন্য গর্ববোধ না করে কেন এত চটে গেছেন। আপনি যদি ভালো কথা না বলতে পারেন, তাহলে অন্তত বাজে কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন।’

অবনীতকে শেষ দেখা গেছে কঙ্গনা রনৌত প্রযোজিত ছবি টিকু ওয়েডস শেরু ছবিতে। এ ছবিতে তাঁর বিপরীতে ছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। লাভ ইন ভিয়েতনাম ছাড়া আরও একটি ছবিতে আসতে চলেছেন এই অভিনেত্রী। ছবির নাম লাভ কি অ্যারেঞ্জ ম্যারেজ। এ ছবিতে তিনি সানি সিংয়ের সঙ্গে জুটি বেঁধে আসছেন। ছবিটি জিফাইভে মুক্তি পাবে। এ ছবিতে অন্নু কাপুর, সুপ্রিয়া পাঠকের মতো অভিনয়শিল্পীরা আছেন।

বলিউডের এসব দুঁদে অভিনেতার প্রসঙ্গে অবনীত বলেন, ‘ওনারা জ্ঞানের ভান্ডার। আর ওনাদের মধ্যে ভরপুর প্রাণশক্তি। অন্নু স্যার জানেন না, এমন কিছু নেই। সব বিষয়ে ওনার অসম্ভব জ্ঞান। আমি সব সময় আমার সহ–অভিনেতাদের থেকে কিছু না কিছু শিখতে থাকি। আর এখানে আছেন অন্নু স্যার আর সুপ্রিয়া ম্যামের মতো অভিনেতারা। তাই অনেক কিছু শিখতে পেরেছি। সত্যি বলতে, ওনারা আমাকে অবাক করেছেন।’

লাভ কি অ্যারেঞ্জ ম্যারেজ আদ্যোপান্ত এক রোমান্টিক-কমেডিধর্মী ছবি। তাই উঠে আসে প্রেমের কথা। অবনীত জানান যে তিনি মা–বাবার অনুমতি নিয়ে কোনো সম্পর্কে যাওয়ায় বিশ্বাসী। এই অভিনেত্রী জানান, ‘আমি অনেক প্রেমপত্র পেয়েছি। কিন্তু আমি কাউকে আজ পর্যন্ত প্রেমপত্র দিইনি। অবসরে আমি কবিতা লিখি। তাই অপেক্ষায় আছি, আমার জীবনে মনের মানুষটি এলে তাকে আমি কবিতা লিখে দেব।’


You might also like!