Entertainment

1 month ago

Aryan Khan-Larissa Bonesi-Suhana Khan: নাইটপার্টিতে বিদেশিনীর সাথে গোপন প্রেমে শাহরুখ খানের পুত্র আরিয়ান,ফেললেন দেখে বোন সুহানা!

Aryan Khan's relationship rumours with Larissa Bonesi
Aryan Khan's relationship rumours with Larissa Bonesi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলি অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অভিনেত্রী অনন্য়া পাণ্ডেকে বেশ কয়েকমাস ডেট করছিলেন আরিয়ান খান। তবে সে সম্পর্কে বহুদিন আগেই ইতি টেনেছেন আরিয়ান নিজেই। তারপর থেকে আরিয়ানের সিঙ্গেল স্ট্যাটাস ছিল। এরমাঝে মাদকচক্রে নাম জড়ায় আরিয়ান তবে প্রেমের দুরত্ব ছিল অনেক দূর। এবার ওঁর নতুন প্রেমের গুঞ্জন হলো,বলিউডের কোনও অভিনেত্রী নয় বরং এক বিদেশিনীর প্রেমে পড়েছেন তিনি।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আরিয়ান ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা বনেসির প্রেমের নেশায় পুরো ডুবে আছেন! তবে এই প্রেমের কথা আরিয়ান ভালো করে খবরের মাধ্যমে না বললেও শাহরুখপুত্র ও ব্রাজিলিয়ান সুন্দরীকে একসাথে দেখা যাচ্ছে এখানে-সেখানে, যেমন কিছুদিন আগে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরিয়ান ও লারিসা বনেসির পার্টি করার ছবি। তবে আসল খবরটা এটা নয় বরং এই পার্টিতে বিদেশিনীর প্রেমে যখন মত্ত শাহরুখপুত্র, ঠিক তখনই সেখানে পৌঁছে যান শাহরুখকন্যা সুহানা খান। বোন ও গার্লফ্রেন্ডকে একসঙ্গে নিয়ে নাইটপার্টিতে মজলেন আরিয়ান খান! 

উল্লেখ্য,লারিসা বনেসি ব্রাজিল নামক দেশের বিখ্যাত বিকিনি মডেল । দুই-একটি ছবিতে অভিনয়ও করেছেন। তবে শুধু ব্রাজিলে নয়, বলিউডে বিশিষ্ঠ অভিনেতা অক্ষয় কুমার ও জন আব্রাহমের সঙ্গে করেছেন কাজ লারিসা আর সেই তাঁর প্রেমেই এবার পড়লেন আরিয়ান খান!   


You might also like!