Entertainment

1 week ago

Arijit Singh: জনসাধারণের জন্য মাত্র ৩০ টাকায় পেট ভরা খাবার মিলবে অরিজিত সিং-র হেঁশেলে! জানেন কোথায়?

Arijit Singh
Arijit Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- অরিজিত সিং, মানে শুধু মাত্র বলিউড-টলিউড কাঁপানো গায়ক নয়; তিনি হলেন প্রতি মানুষের ভালবাসার আবেগ। এবার সেই মানুষই জনসাধারণের জন্য খুললেন এক রেস্তোরা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক খবর প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, অরিজিৎ সিং নাকি এবার ভাতের হোটেল খুলেছেন। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের  রয়েছে 'হেঁশেল' নামক এই রেস্তোরাঁটি । প্রসঙ্গত, হোটেলটি তাঁর বাবার। এই ব্যাবসা করেই ছেলেকে মানুষ করেছিলেন। আজ সেই ছেলেই এই হোটেলের দায়িত্ব নিচ্ছেন। আজও জিয়াগঞ্জে গেলে হোটেলটি দেখতে পাবেন আপনি। বিখ্যাত হয়েও সাধারণের মতো বাবার ব্যাবসার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছে। এই হোটেলে মাত্র ৩০ টাকায় ভরপেট খাবার পেয়ে যাবেন।

হোটেলটি কোনো 5 তারা হোটেল নয়। এটি খুবই সাধারণ একটি ভাতের হোটেল। তবে হোটেলটি বেশ সাজানো গোছানো। বাইরে থেকে দেখলে মনে না হলেও, ভিতরে ঢুকলেই তা চোখে পড়বে। হোটেলটিতে সাজানো রয়েছে সারিবদ্ধ কাঁচের টেবিল এবং কাচের চেয়ার। বর্তমানে এটি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। হোটেলটি নিয়ে নেটিজেনরা বেশ আগ্রহ দেখাচ্ছে। ৩০ টাকা থেকে থালি শুরু হচ্ছে। এছাড়া পাবেন চিকেন, মোটন, পনিরের বিভিন্ন আইটেম। তবে খাবারের দাম সাধ্যের মধ্যে।

 

You might also like!