Entertainment

3 weeks ago

Virat Kohli and Anushka Sharma: ফের মা হবেন অনুস্কা! জল্পনায় উড়িয়ে খবর প্রকাশ্যে আনলেন এবি ডি’ভিলিয়ার্স

Virat Kolhi & Anushka Sharma (File Picture)
Virat Kolhi & Anushka Sharma (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জল্পনায় সিলমোহর দিয়ে এবি ডি’ভিলিয়ার্স জানালেন, নতুন অতিথি আসতে চলেছে বিরাট-অনুস্কার কোল আলো করে। অর্থাৎ দ্বিতীয়বার মা হবেন বলি গ্ল্যাম অনুস্কা। এই অবস্থায় নিজের পরিবারকে সময় দিতে তৎপর বিরাট। 

একটি ইউটিউব ভিডিয়োয় বিরাটকে নিয়ে প্রশ্নে ডি’ভিলিয়ার্স জানান, ‘‘আমি যত দূর জানি, ওদের পরিবারে সব ঠিক আছে। বিরাট পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছে। সেই কারণেই প্রথম দুই টেস্টে ও খেলছে না। আমি ওকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি।’’

তারপরের মুহূর্তেই রহস্য উন্মোচন করে তিনি জানান, ‘‘আমি বিরাটের সঙ্গে কথা বলছিলাম। তখনই জানতে পারি। অনুষ্কা দ্বিতীয় বার মা হতে চলেছে। তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য। ক্রিকেটার হলেও পরিবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সবাই সেটাই করে। বিরাটও করছে। এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়ে প্রশ্ন করার কোনও মানে নেই।’’ 

বিরাট-অনুস্কার দ্বিতীয় সন্তান হওয়ার জল্পনা বৃদ্ধি পায় যখন বিরাট টেস্ট শুরুর আগে হঠাৎ ব্যক্তিগত কারণে ছুটি নেন। তবে এই প্রসঙ্গে কোনো ব্যাখ্যা মেলেনি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। শুধু জানানো হয়েছিল, বিরাটের এই সিদ্ধান্ত নিয়ে যেন কোনও গুজব ছড়ানো না হয়। ম্যানেজমেন্ট ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিরাট। তখনই বিরুষ্কার দ্বিতীয় সন্তান হওয়ার জল্পনা আরও বেড়েছিল।

You might also like!