Entertainment

2 weeks ago

Viral: আর কাঁচা বাদাম নয়, এবার নতুন গান নিয়ে হাজির ভুবন বাদ্যকর!

Bhuban Badyakar ( Symbolic Picture)
Bhuban Badyakar ( Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সামাজিক মাধ্যমে ফের নতুন করে ভাইরাল হলেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর। বিগত কিছু বছর আগে "বাদাম, বাদাম দাদা,কাঁচা বাদাম" গানটি গেয়ে বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকর। এবার তিনি গাইলেন পাট নিয়ে গান। মূলত পাট শিল্পকে নতুন করে সকলের মধ্যে পৌঁছে দিতে এবং পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়াতে জোর দিচ্ছেন বাংলার কৃষকরা। এদিকে তাঁদের তৈরী রাজা পাট এখন যথেষ্ট ভালো হচ্ছে। মূলত চাষ করে ভালো রকম লাভের মুখ দেখছেন পাট চাষিরা আর এই সাফল্যকেই ধরে রাখতে এবার গান বাঁধলেন ভুবন বাদ্যকর।

রবিবার মুর্শিদাবাদের পারিতিকাবাড়ি এলাকায় পাট চাষের সাফল্যে একটি বেশ ভাল রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয় আর সেই ওই অনুষ্ঠানেই রাজা পাট নিয়ে সকলকে গান গেয়ে শোনান ভুবন বাদ্যকর। এদিকে শিল্পীকে কাছে পেয়ে, মণের মতো গান শুনে সবাই বেজায় খুশি।ভুবনবাবু জানান, প্রথম জীবনে তিনি পাটের কাজ করতেন। এরপরে কাঁচা বাদাম বিক্রি শুরু করেন। সম্প্রতি তিনি মুর্শিদাবাদের পাড়ায় পাড়ায় ঘুরে রাজা পাট নিয়ে গান শোনান তিনি। 

You might also like!