Entertainment

2 weeks ago

Amitabh Bachchan : বাড়িতেই রামমন্দির, অমিতাভের জলসায় বিরাট ঠাকুরঘরের ছবি দেখুন

Amitabh Bachchan
Amitabh Bachchan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত সক্রিয়। তিনি কী করছেন , কী ভাবছেন, বা কোথায় যাচ্ছেন তার বেশ কিছু বিষয় প্রায়শই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে থাকেন বিগবি।

সম্প্রতি ট্যুইটারে, বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেতা। ক্যাপশনে লেখা, ‘শিবজিকে দুধ নিবেদন, এবং তুলসীকে জল নিবেদন’, এরপরই তাঁর বাড়ির মন্দিরের কিছু ছবি শেয়ার করেন অমিতাভ বচ্চন। সাদা মার্বেলে তৈরি দেবদেবীর সুসজ্জিত মূর্তি নজর কেড়েছে। এছাড়াও জলসায় নিজের বাড়িতেই রামমন্দির নির্মাণ করেছেন অমিতাভ বচ্চন।

বিগবিকে রামমন্দিরের সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। প্রতি রবিবার জলসার বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ বচ্চন। এদিনের ব্লগে সেসব ছবিও পোস্ট করেছেন তিনি।


You might also like!