Entertainment

9 months ago

Amitabh Bacchan tested Covid negative : ৯ দিনের নিভৃতবাস শেষ, করোনা-মুক্ত হয়ে কাজে ফিরলেন সুস্থ অমিতাভ বচ্চন

Amitabh bacchan tested covid negative
Amitabh bacchan tested covid negative

 

মুম্বই, ১ সেপ্টেম্বর :  ৯ দিনের নিভৃতবাস কাটিয়ে সুস্থ হয়ে কাজে ফিরলেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। দ্বিতীয় বার করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। সেরে উঠে বিগ বি জানালেন, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

৭৯ বছর বয়সি অভিনেতা বৃহস্পতিবার সকাল ৮.৪০ মিনিটে ব্লগে লিখেছেন, ‘কাজে ফিরলাম। …আপনাদের প্রার্থনা সফল হয়েছে। কৃতজ্ঞতা জানাই। …গত রাতে রিপোর্ট নেগেটিভ এসেছে। একা থাকার ন’দিনের সমাপ্তি। যদিও সাত দিন বাধ্যতামূলক নিভৃতবাস এখন, আমি ন’দিন আলাদা ছিলাম। আপনাদের অশেষ ভালবাসা এবং শুভেচ্ছায় আমি ধন্য। হাতজোড় করে সকলকে প্রণাম এবং ভালবাসা জানাই।’

গত সপ্তাহে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অমিতাভ। লিখেছিলেন, ‘বিরক্ত লাগছে! কেন যে আবার হল...।’ কাজের সূত্রে যাঁদের সংস্পর্শে এসেছিলেন তিনি, তাঁদের সকলকে সাবধান করেছিলেন অভিনেতা। বর্ষীয়ান অভিনেতা বর্তমানে জনপ্রিয় টিভি শো ‘কউন বনেগা ক্রোড়পতি’-র ১৪ তম সিজনের সঞ্চালনা করছেন। অসুস্থতার কারণে মাঝে এত দিন থাকতে পারেননি তিনি।

You might also like!