Entertainment

1 week ago

Aishwarya Rai Bachchan:অভিষেকের সঙ্গে বিচ্ছেদের জল্পনা ওড়ালেন ঐশ্বরিয়া

Aishwarya Rai Bachchan
Aishwarya Rai Bachchan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ নিয়ে বেশ কিছু দিন ধরেই চলছে জল্পনা। তবে এই প্যারিস ফ্যাশন উইকে গিয়ে এই জল্পনা উড়িয়ে দিলেন অভিনেত্রী।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে মেয়ে আরাধ্যকে নিয়ে দুবাই গিয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানে তার হাতে বিয়ের আংটি দেখা না যাওয়ায় বিচ্ছেদ গুঞ্জনের আগুনের ঘি পড়েছিল। তবে প্যারিস ফ্যাশন উইকে সেই আগুনে পানি ঢেলে দিলেন অভিনেত্রী। ঐশ্বরিয়ার আঙুলে দেখা গেল অভিষেকের পরানো বিয়ের আংটিটি।

একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে মেয়ে আরাধ্যাকে নিয়ে দুবাই গিয়েছিলেন ঐশ্বর্য। সেখানকার ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নেটিজেনদের একাংশের নজরে পড়ে অভিনেত্রীর হাতে তাঁর বিয়ের আংটি নেই। তাতই প্রশ্ন ওঠে, তাহলে কি অভিষেকের সঙ্গে বিচ্ছেদ? আর সেই কারণেই আংটি খুলে ফেলেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

২০০৭ সালে অভিষেক ও ঐশ্বর্যর বিয়ে হয়। বচ্চন পরিবারের বধূ হন অভিনেত্রী। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বর্যর একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়। বলিউডে কানাঘুষো, শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতার সঙ্গে নাকি ঐশ্বর্যর একেবারেই বনিবনা নেই। এমন পরিস্থিতিতে তাঁর ও অভিষেকের সম্পর্কও নাকি টালমাটাল। রটনা, মেয়েকে নিয়ে নাকি মা বৃন্দা রাইয়ের সঙ্গে থাকছেন অভিনেত্রী। এমন পরিস্থিতিতে তাঁর হাতে আংটি নেই দেখে অনেকেই উদ্বিগ্ন হয়েছিলেন।

কিন্তু প্যারিস ফ্যাশন উইকে সমস্ত জল্পনা, কল্পনার জবাব ঐশ্বর্য আংটি হাতেই দিলেন। এবারে প্যারিস ফ্যাশন উইকের র‌্যাম্পে সাটিনের লাল গাউন পরেছেন বচ্চন পরিবারের বধূ। তার সঙ্গেই ছিল বোল্ড রেড লিপস্টিক। বিশাল একটি ভেইল ছিল ঐশ্বর্যর এই পোশাকে। যে প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে মার্জার সরণিতে হেঁটেছিলেন, তারই ক্যাচলাইন লেখা ছিল তাতে।

You might also like!