Entertainment 5 months ago

আহত পঞ্জাবি গায়ক আলফাজ, এফআইআর রুজু

Alfaz

 


মোহালি, ৩ অক্টোবর : সিধু মুসেওয়ালার পর পঞ্জাবের আরও এক গায়কের ওপর প্রাণঘাতী হামলা! এবার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন পঞ্জাবি গায়ক আলফাজ। গুরুতর আহত অবস্থায় গায়ককে মোহালির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, আলফাজ এখন বিপদমুক্ত। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করেছে মোহালি পুলিশ। ধৃতের নাম-ভিকি। তার বাড়ি হরিয়ানার পাঁচকুলার রাইপুর রানীতে।

একটি ধাবার অদূরে বানুর ল্যান্ডরান হাইওয়ের ধারে দাঁড়িয়ে ছিলেন পঞ্জাবি গায়ক আলফাজ। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসে একটি গাড়ি। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন আলফাজ। তাঁকে উদ্ধার করে মোহালির হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তদন্তে নেমে হরিয়ানার পাঁচকুলার বাসিন্দা ভিকিকে গ্রেফতার করেছে।


You might also like!