কলকাতা, ১৬ সেপ্টেম্বর : আর জি কর-কান্ড মাসাধিককাল ধরে মাত্রা পেয়েছে সামাজিক মাধ্যমে। এই অবকাশে বিভিন্ন পোস্টে ব্যবহৃত হচ্ছে লাগামহীন আপাত-অপছন্দের অনেক শব্দ। এ ব্যাপারে নেটনাগরিকদের আবেদন করলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র।
সোমবার তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমরা কি আমাদের রোজকার ভাষায় একটু সংযত হতে পারি? যেমন পিসি, চটি চাটা, ফেকুজি, গদি মিডিয়া, পাপ্পু, ভাইপো ইত্যাদি তে? এই নাম গুলো কারা বলা শুরু করেছেন সেই সূত্র গুলো মাথায় রেখেই কথা বলতে বাধ্য হলাম।নিজেদের ভাষাকে আমরা যদি আগে না শুধরোই তাহলে অন্য কাউকে শুধরোতে পারার শুরু থেকেই দূরে থাকবো|
এই ভার্বল অ্যাবিউসগুলো থেকে নিজেদের কে দূরে রাখুন আর সিস্টেম পরিষ্কার করতে মাথা ঠান্ডা রাখুন। দুর্বৃত্তদের ঠেকাতে নিজেদেরকেও শোধরানো দরকার বলে মনে করি বিশেষ করে রোজকার ভাষার প্রয়োগে।”