নয়াদিল্লি, ১৭ জানুয়ারি : দুর্ঘটনার কবলে পড়লেন 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির অভিনেত্রী তথা ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর স্ত্রী পল্লবী যোশি। তাঁর নতুন ছবি 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এর শুটিংয়ের জন্য এই মুহূর্তে হায়দরাবাদে রয়েছেন ৷ সূত্রের খবর, সোমবার শুটিং চলাকালীন একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে অভিনেত্রীকে৷ চোট পাওয়া পরেও শুটিং শেষ করেন। পরে স্থানীয় হাসপাতালে যান অভিনেত্রী৷
তবে খবর অনুযায়ী, এখন তিনি সুস্থ রয়েছেন ৷ তার চোট খুব বেশি গুরুতর নয় বলেই খবর৷ 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির প্রযোজনারও দায়িত্বে রয়েছেন অভিনেত্রী ৷ এই ছবিতে একজন ভারতীয় বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করতে চলেছেন পল্লবী ৷ বিদেশী বিজ্ঞানীদের পাশাপাশি ভারতীয় বিজ্ঞানীরাও কীভাবে এই সংগ্রাম করেছেন এবং তাঁদের আত্মত্যাগ কীভাবে আমাদের দেশি ভ্যাকসিন তৈরিতে সহায়ক হয়েছে তাই নিয়েই তৈরি এই ছবি সেকথা নিজেই জানিয়েছেন বিবেক ৷ বিবেক এও বলেন, "কোভিড মহামারীর জন্য় দ্য কাশ্মীর ফাইলস-এর কাজ যখন স্থগিত হয়ে যায় আমি এই নিয়ে গবেষণা শুরু করি ৷"
তিনি আইসিএমআর এবং এনভিআর-এর বিজ্ঞানীদের সঙ্গে কথা বলার পরেই এই ছবি তৈরির সিদ্ধান্ত নেন বলেও জানিয়েছিলেন তিনি ৷ এই বছর ১৫ অগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি ৷