Entertainment

9 months ago

Kamal Rashid Khan : কমল রশিদ খানকে গ্রেফতার করল পুলিশ, বিতর্কিত মন্তব্যের জন্য বিপাকে অভিনেতা

actor kamal rashid khan arrested
actor kamal rashid khan arrested

 

মুম্বই, ৩০ আগস্ট : অভিনেতা কমল রশিদ খানকে গ্রেফতার করল মালাড পুলিশ। ২০২০ সালের বিতর্কিত একটি টুইটের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয়েছে কমল রশিদ খানকে। মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে আসার পর কমলকে গ্রেফতার করেছে পুলিশ। মুম্বই পুলিশ জানিয়েছে, এদিনই বোরিভালি আদালতে পেশ করা হবে কমল রশিদ খানকে।

দুই বছর আগে ২০২০ সালে বিতর্কিত টুইট করায় অভিযুক্ত প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী তথা অভিনেতা কমল রশিদ খান। মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে আসার পরই তাকে গ্রেফতার করেছে মালাড পুলিশ।

You might also like!