Entertainment

1 week ago

Aaradhya Bachchan and Navya Naveli Nanda: নভেলি নন, নব্যার জীবনে আরাধ্যা: মামাতো বোনের সঙ্গে তার মিষ্টি সম্পর্ক কেমন?

Aaradhya Bachchan and Navya Naveli Nanda
Aaradhya Bachchan and Navya Naveli Nanda

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:বচ্চন পরিবারে কী ঘটছে, তা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বরাবরই তুঙ্গে। এই পরিবারে নানা সময় নানা চর্চা চলতে থাকে— কখনও বচ্চন বধূ ঐশ্বর্যা রাই বচ্চন-এর সঙ্গে শাশুড়ি ও ননদের সম্পর্কের সমীকরণ নিয়ে, তো কখনও আবার অভিষেক-কন্যা আরাধ্যা-কে নিয়ে।আরাধ্যার নাকি বাবার পরিবারের প্রতি বিশেষ কোনো টান নেই— এমন গুঞ্জনও শোনা যায় মাঝেমধ্যে।তবে এবার আর বাইরের আলোচনা নয়। পরিবারের ভেতরের কথা জনসমক্ষে আনলেন শ্বেতা বচ্চনের কন্যা এবং অমিতাভ বচ্চনের নাতনি, নব্য নভেলি নন্দা। তিনিই জানালেন, পরিবারের অন্দরমহল আসলে কেমন।

বচ্চন পরিবারের প্রতি আগ্রহের কথা অজানা নয় নব্যার। বাইরে কী ধরনের চর্চা হয় খানিক আন্দাজও করতে পারেন তাঁরা। তাই সম্প্রতি একটি সাক্ষাৎকারে নব্যা বলেন, ‘বচ্চন পরিবারের কেউ কখনও ঝগড়া করে না। তবে নিজেদের মত প্রকাশ সকলেই করেন। তাঁদের মধ্যে মতপার্থক্যও হয়। কিন্তু সেটা অশান্তির পর্যায়ে কখনও পৌঁছায় না।’

শুধু তাই নয় নব্যা জানান, পারিবারিক শ্রদ্ধা তাঁদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, ‘সম্মান আমাদের মূল শিক্ষা। সেটা দাদু-দিদা হোক বা পরিবারের সবচেয়ে ছোট সদস্য। আমরা কেবল একে অন্যকে শ্রদ্ধাই করি না, প্রত্যেকের ভাবনা-চিন্তাকেও গুরুত্ব দেওয়া হয়।’

গোটা বিশ্বের কোথায় কী হচ্ছে এই ব্যাপারেও অত্যন্ত সচেতন তাঁদের পরিবার। নিজেদের মধ্যে সেই বিষয়ে বহু আলোচনাও হয়। তাঁদের পারিবারিক শিক্ষাও গুরুজনদের সম্মান করতে শেখায়। আরাধ্যার সঙ্গে তাঁর সম্পর্ক প্রসঙ্গে নব্যা বলেন, ‘আমি ও আরাধ্যা একই পারিবারিক শিক্ষায় বড় হয়েছি। তাই সকলকে সম্মান করাটা আমাদের ছোট থেকে শেখানো হয়েছে। তবে শুধু আমরা দু’জন নই, আমার ভাই অগস্ত্যও এমন। তাই আমাদের তিন ভাইবোনের মধ্যে খুব স্ট্রং বন্ডিং রয়েছে।’


You might also like!