Entertainment

1 month ago

Aamir and Madhuri:মাধুরীর হাতে আমিরের থুতু, অতঃপর কাণ্ড ঘটান নায়িকা

Aamir and Madhuri
Aamir and Madhuri

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একজনকে ভক্তরা বলেন ‘ধক ধক গার্ল’, অন্যজন ‘মিস্টার পারফেকশনিস্ট’! বলিউডের দুই মহাতারকা তাঁরা। বলা হচ্ছে মাধুরী দীক্ষিত আর আমির খানের কথা। ‘দিল’ সিনেমায় প্রথমবার জুটিবদ্ধ হয়ে কাজ করেন দুই তারকা। বক্স অফিসে সুপারহিট হয়েছিল সিনেমাটি। তাঁরা দুজন আবার খুব ভালো বন্ধুও। সেই সুবাদে বড় কাণ্ড ঘটাতে গিয়েছিলেন ধক ধক গার্ল। আমির খানকে হকিস্টিক নিয়ে মারতে উদ্যত হয়েছিলেন মাধুরী।

দুজনের সুপারহিট সিনেমা ‘দিল’–এর শুটিংয়ের সময়ই এমন কাণ্ড ঘটাতে যান মাধুরী। ফারহান আখতারের এক অনুষ্ঠানে হাঁড়ির খবর প্রকাশ্যে আনেন নায়ক। এর নেপথ্যের কারণও জানান মিস্টার পারফেকশনিস্ট। আমির বলেন, শুটিংয়ের ফাঁকেই মজা করে মাধুরীর হাতের রেখা দেখে ভাগ্যগণনা করছিলেন। এমন সময় আমির নাকি মজা করেই মাধুরীর হাতে থুতু দেন! এরপরই ভয়ানক চটে যান মাধুরী। হকিস্টিক নিয়ে তাড়া করেন আমিরকে।এ ঘটনার সত্যতা স্বীকার করেছিলেন মাধুরীও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, ইন্ডাস্ট্রিতে তাঁর সবচেয়ে সাহসী কাজ কোনটা ছিল? মাধুরীর সোজাসাপটা জবাব, ‘“দিল” ছবির সেটে হকিস্টিক নিয়ে আমির খানকে তাড়া করেছিলাম! কারণ, ও আমাকে বোকা বানিয়েছিল।’‘দিল’ পরিচালক ইন্দ্র কুমারের প্রথম ছবি। এই সিনেমার পর ‘দিওয়ানা মুঝসা নেহি’ ছবিতেও জুটিবদ্ধ হন এই দুই তারকা। যদিও সিনেমাটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে ভূতরূপী মাধুরীকে দেখেছেন দর্শকেরা। পাশাপাশি আগামী ডিসেম্বরে মুক্তি পাবে আমির খান প্রযোজিত ছবি ‘সিতারে জমিন পার’। এ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আমির।

You might also like!