Entertainment

2 weeks ago

Aindrila Sharma: মৃত্যুর এক বছর! মায়ের কাছে এখনও জীবিত ঐন্দ্রিলা

Tolly actress Aindrila Sharma with her family (File Picture)
Tolly actress Aindrila Sharma with her family (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেখতে দেখতে মৃত্যুর এক বছর পেরিয়ে গেল। আজকের দিনেই মায়ের কোল খালি করে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন ঐন্দ্রিলা শর্মা। ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতে শেষমেশ আর পেরে উঠতে পারেননি অভিনেত্রী। 

তবে মেয়ের মৃত্যুর এক বছর পার হয়ে গেলেও এখনও মা শিখা শর্মার কাছে জীবিতই ঐন্দ্রিলা।  শিখা শর্মার কথায়, ‘ঐন্দ্রিলা আজ একবছর শারীরিকভাবে আমার কাছে নেই, তবে ও আছে আমার কাছেই, আমি অনুভব করি।’ 


You might also like!