Entertainment

1 week ago

KBC-15: টাইম ট্রাভেল করে মাকে ফিরে পেতে চান, Big B-র কাছে আর্জি বছর ১১র প্রতিযোগীর

A year 11 contestant pleads with Big B to time travel and get her mother back
A year 11 contestant pleads with Big B to time travel and get her mother back

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বিহারের অক্ষয় আনন্দকে দেখা যাবে KBC- কিডস জুনিয়র উইকে। যেখানে Big B-র সামনে প্রতিযোগী হয়ে আসছেন তিনি। বয়স মাত্র ১১ বছর। ওই সুনির্দিষ্ট এপিসোডে অমিতাভকে অক্ষয়ের উদ্দেশ্যে বলতে শোনা যাবে, ‘টাকার জায়গায়, আপনি পয়েন্ট অর্জন করবেন কারণ আপনার বয়স ১৮ বছর হয়নি। আপনি যে পয়েন্ট জিতবেন তা জমা হয়েছে। আপনার বয়স যখন ১৮ বছর হবে, তখন সেগুলি টাকায় রূপান্তরিত হবে এবং আপনার অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে।'

অমিতাভের সঙ্গে আলোচনায় ওই ১১ বছরের প্রতিযোগী অমিতাভের কাছে একটি ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, 'আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আপনার সাম্প্রতিক সিনেমা ব্রহ্মাস্ত্র সম্পর্কে। আমি সিনেমাটা ভালো লেগেছে। ছবিতে আপনার অভিনয় এবং চুলের স্টাইলটি দারুণ ছিল। আমি অনেক 'অস্ত্রো' দেখে সত্যিই অবাক হয়েছিলাম। (অস্ত্র)। বানরাস্ত্র, নন্দিয়াস্ত্র, অগ্নিস্ত্র। সত্যিই এগুলো বেশ পছন্দ হয়েছে।'

অমিতাভ ওই প্রতিযোগীকে পাল্টা প্রশ্ন করেন। তিনি জিজ্ঞেস করেন, ‘তোমার প্রিয় অস্ত্র কোনটি ছিল?’

আর এই কথার উত্তরেই অক্ষয় আনন্দ বলেন, ‘আমাকে যদি একটা অস্ত্র বাছাই করতে হয় তাহলে সেটা হবে টাইম ট্রাভেল। আসলে, আমার মা কয়েকদিন আগে মারা গিয়েছেন। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। তিনি বারাণসীতে থাকতেন যাতে তাঁর চিকিৎসার সুবিধা হয়। আর আমি থাকতাম দারভাঙ্গায়, বাবার সঙ্গে। যদি আমার কাছে এই টাইম ট্রাভেল অস্ত্র থাকত, তাহলে আমি আমার মায়ের সঙ্গে দেখা করতাম।’

বিগ বি ছোট্ট প্রতিযোগীর এই কথা শুনে আবেগতাড়িত হয়ে পড়েন। বলেন, ‘তোমার মা যেখানেই থাকুন না কেন, তোমার জন্য গর্বিত বোধ করবেন। আজ যে তুমি এখানে, সেটা তাঁর আশীর্বাদের জন্যই।’

You might also like!