Country

6 months ago

2024 Lok Sabha Election: যোগী আদিত্যনাথের ছোট বোন কঙ্গনা! মন্তব্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর

Kangana Ranaut & Yogi Adityanath (File Picture)
Kangana Ranaut & Yogi Adityanath (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পদ্মপ্রার্থী কঙ্গনা রানাউতের ভাগ্য কতটা বদলে যাবে। এই প্রশ্নের উত্তর মিলবে ১ জুন। সেদিনই হিমাচল প্রদেশের মাণ্ডি কেন্দ্রে ঘটতে চলেছে নির্বাচন। আর এবার এই কেন্দ্র থেকে বিজেপির অস্ত্র কঙ্গনা রানাওয়াত। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই গত দেড় মাস ধরে প্রচারের ময়দানে একপ্রকার ঝড় তুলে দিয়েছেন ‘ক্যুইন’। প্রচারের অন্তিমলগ্নেও দাপুটে কঙ্গনাকে দেখল হিমাচল। সম্প্রতি তাঁর হয়ে প্রচার করেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। আর সেই প্রেক্ষিতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে বড় কথা ফাঁস করলেন কঙ্গনা রানাউত।

অভিনেত্রী জানালেন, যোগী তাঁর কাছে দাদাসম। কঙ্গনার কথায়, “আমি মনে করতাম, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে সম্পর্কের কোনও মূল্য নেই। কিন্তু যখন দেখা করলাম, যোগীজি আমাকে বললেন- তুমি আমার ছোট বোন। তুমি ক্ষত্রিয়। আর আমাদের শরীরে একই রক্ত বইছে। যেদিন তুমি উদ্ধব ঠাকরেকে হুঁশিয়ারি দিয়েছিলে, সেদিন থেকেই তোমার সঙ্গে দেখা করার ইচ্ছে।” ভোটবাক্সে কঙ্গনা রানাউতের ভাগ্যগণনার প্রাক্কালে খোদ আদিত্যনাথ গিয়েছিলেন তাঁর হয়ে নির্বাচনী প্রচার সারতে। কুলুর বাসিন্দাদের কাছে বলিউড অভিনেত্রীর হয়ে ভোটও চাইলেন তিনি। এর আগেও অবশ্য অভিনেত্রী কঙ্গনার প্রশংসা করেছেন আদিত্যনাথ। ‘তেজস’ দেখে তাঁর চোখ ভিজেছিল।

You might also like!