Country

2 months ago

Yogi Adityanath: জনসাধারণের সমস্যার সন্তোষজনক সমাধানের নির্দেশ যোগী আদিত্যনাথের

Yogi Aditya Nath (File Picture)
Yogi Aditya Nath (File Picture)

 

গোরক্ষপুর, ২৭ সেপ্টেম্বর  : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ২৭ সেপ্টেম্বর সকালে উত্তরপ্রদেশের গোরখপুর জেলার গোরক্ষনাথ মন্দিরে 'জনতা দর্শন'-এ অংশগ্রহণ করেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলাদের সমস্যা ও অভিযোগ শোনেন। মহিলারা তাদের সমস্যার সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর কাছে চিঠি নিয়ে আসেন। সেই চিঠি মুখ্যমন্ত্রী তাদের সামনে পড়ে সমাধানের পরামর্শ দেন।

'জনতা দর্শন' নাগরিকদের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। সমস্ত অভিযোগ শোনার পর মুখ্যমন্ত্রী তাঁর আধিকারিকদের তা দ্রুত সমাধানের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বুধবার সকালে গোরক্ষনাথ মন্দিরে 'জনতা দর্শন'-এ প্রায় ২০০ জন মানুষ উপস্থিত হয়েছিলেন। উত্তরপ্রদেশ রাজ্যের যেসব মানুষের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন তাদের যোগী সরকার সাহায্যের প্রতিশ্রুতিও বুধবার দিয়েছে।

জনতা দর্শনে আজ যেসব শিশু তাদের পরিবারের সঙ্গে এসেছিল যোগী তাদের আশীর্বাদও করেন। মুখ্যমন্ত্রী তাদের পড়াশোনার কথা জিজ্ঞাসা করেন এবং তারসঙ্গে চকোলেট দেন।

You might also like!