Country 5 months ago

যমুনার গতিপ্রকৃতি ক্রমেই চিন্তা বাড়ছে দিল্লীবাসীর

Yamuna River

 

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর  : রাজধানী ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতে বৃষ্টিপাতের জেরে জলস্তর ক্রমেই বাড়ছে যমুনা নদীর। মঙ্গলবার সকালে যমুনা নদীর জলস্তর বাড়তে বাড়তে বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিন সকাল আটটা নাগাদ যমুনা নদীর জলস্তর বিপদসীমার অতিক্রম করে, ২০৬.১৬ মিটারে পৌঁছয়। যমুনা নদীর বিপদসীমা ২০৫.৩৩ মিটার।

পূর্ব দিল্লির জেলা ম্যাজিস্ট্রেট অনিল বাঙ্কা বলেছেন, যমুনা নদীর জলস্তর ২০৬-মিটার অতিক্রম করার পরে মঙ্গলবার সকালে সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন, নদী সংলগ্ন নিচু এলাকায় বসবাসকারী মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে আশেপাশের এলাকায় সরকারি স্কুল ও নৈশ আশ্রয়কেন্দ্রে। দিল্লিতে যমুনা নদী সংলগ্ন এলাকায় প্রায় ৩৭ হাজার মানুষের বসবাস।


You might also like!