দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শপথ নিয়েই কাজ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কয়েক ঘণ্টা আগেই রবিবার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ আর সোমবার সকালেই 'প্রধানমন্ত্রী কিষান নিধি' তহবিলের প্রায় 20 হাজার কোটি টাকার 17 তম কিস্তি প্রকাশের ফাইলে সই করলেন মোদি ৷
ফাইলে স্বাক্ষর করার পর মোদী বলেন, “আমাদের সরকার কৃষকদের কল্যাণে দায়বদ্ধ। দায়িত্ব নিয়েই কৃষকদের কল্যাণের সঙ্গে সম্পর্কিত ফাইলে স্বাক্ষর করলাম। আগামী দিনে আমি কৃষক এবং দেশের কৃষিক্ষেত্রের জন্য আরও বেশি কাজ করে যেতে চাই।”
রাজনৈতিক শিবিরের একাংশ মনে করছেন, তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পরেই কৃষকদের মন জয়ের চেষ্টা করলেন মোদী। দ্বিতীয় দফায় তিন বিতর্কিত কৃষি আইন নিয়ে কৃষকদের বিক্ষোভ দেখেছিল দেশ। ন্যায্য সহায়ক মূল্য-সহ বেশ কিছু দাবিদাওয়া নিয়ে দিল্লির অদূরে কৃষকদের আন্দোলন থামাতে ওই তিন আইন বাতিল করে কেন্দ্র। এ বার শপথ নেওয়ার পরের দিনই কৃষক কল্যাণে জোর দেওয়ার কথা বললেন মোদী।