নয়াদিল্লি, ২ জুলাই : দিল্লির কেজরিওয়াল-সরকারের বিরুদ্ধে ফের সরব আম আদমি পার্টির সাংসদ স্বাতী মালিওয়াল। বিগত ৬ মাস ধরে কমিশনের কোনও কর্মীকে বেতন দেওয়া হয়নি বলে বিস্ফোরক অভিযোগ তুললেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী। দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন প্রধান মালিওয়াল মঙ্গলবার বলেন, যেদিন থেকে তিনি দিল্লি মহিলা কমিশন থেকে ইস্তফা দিয়েছেন সেদিন থেকেই দিল্লি সরকারের মন্ত্রী এবং আধিকারিকরা কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ হতে শুরু করেছেন।
এই মর্মে মঙ্গলবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একটি চিঠি লেখেন মালিওয়াল। এক্স হ্যান্ডেল থেকে সেই চিঠির ছবি পোস্ট করে দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন প্রধানের আরও অভিযোগ, বেতন না দেওয়ার পাশাপাশি কমিশনের বাজেট থেকে ২৮.৫ শতাংশ হ্রাস করা হয়েছে। এমনকি মহিলা কমিশনের হেল্পলাইন নম্বর ১৮১ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।