দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ দেশজুড়ে পালিত হচ্ছে শিশু দিবস। ১৪ নভেম্বরের এই বিশেষ দিনটি শিশুদের উদ্দেশ্যেই পালিত হয়। ১৮৮৯ সালের ১৪ নভেম্বরেই জন্ম নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জহহরলাল নেহরু। এই দিনেই নানা স্কুলে শিশুদের জন্য আয়োজন করা হয়ে থাকে নানা অনুষ্ঠানের। শিশুদের উদ্দেশ্যে তুলে দেওয়া হয় নানা উপহার সামগ্রী।
কিন্তু কেন এই দিনেই পালিত হয় শিশু দিবস?
১৯৫৪ সালের ২০ নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসেবে পালনের জন্য ঘোষণা করেছিল রাষ্ট্র সংঘ। সেই ঘোষণা অনুযায়ী ভারতেও পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুর আগে পর্যন্ত ২০ নভেম্বর দিনটিকেই পালন করা হত শিশু দিবস হিসেবে। ১৯৬৪ সালে ২৭ মে জওহরলাল নেহরুর প্রয়াণের পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় প্রতি বছর ১৪ নভেম্বর দিনটিই পালিত হবে শিশু দিবস হিসেবে। শিশুদের প্রিয় চাচা (কাকা) নেহরুর জন্মদিনকেই শিশু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপর থেকই প্রতি বছর ১৪ নভেম্বর দিনটি পালন করা হয় শিশু দিবস হিসেবে। দেশের স্বাধীনতা আন্দোলনে নেহরুর যথেষ্ট ভূমিকা ছিল। রাজনৈতিক পরিচয় ছাড়াও তিনি বাচ্চাদের প্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন। ১৯৫৫ সালে তিনি চিলড্রেনস ফিল্ম অফ সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। এই সংগঠনটি শুধুমাত্র শিশুদের জন্য সিনেমা তৈরি করে। শিক্ষাক্ষেত্রে নানা প্রকল্প গড়ে তোলার পিছনে অবদান রয়েছে নেহরুর। তাঁর একাধিক বক্তৃতায় বারবার শিশু শিক্ষার গুরুত্ব ফুটে উঠেছে। তাঁর মতে, শিশুদের শিক্ষাই ঠিক করে দেয় আগামী দিন দেশের ভবিষ্যৎ কেমন হবে। শিশুরাই গড়ে তুলবে আগামীকালের ভারত।