দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলি কত টাকা নিয়েছে, সেই সংক্রান্ত হিসেব ১৫ নভেম্বরের মধ্যে দিতে হবে । রাজনৈতিক দলগুলিকে চিঠি লিখে জানাল নির্বাচন কমিশন । উল্লেখ্য, ২ নভেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনী বন্ডের মাধ্যমে কোন দল কত টাকা পেয়েছে, সেই তথ্য সিল করা খামে জমা দিতে হবে শীর্ষ আদালতে । সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই তৎপর হয়েছে নির্বাচন কমিশন ।
চিঠিতে নির্বাচন কমিশন লিখেছে, প্রতিটি বন্ডের নিরিখে দাতাদের বিস্তারিত বিবরণ, প্রতিটি বন্ডের পরিমাণ এবং প্রতিটি বন্ডের নিরিখে প্রাপ্ত ঋণের সম্পূর্ণ বিবরণ একটি বন্ধ খামে জমা দিতে হবে । ইলেকশন এক্সপেন্ডিচার ডিভিশনের সচিবের কাছে সিল করা খাম পাঠাতে হবে । ১৫ নভেম্বর সন্ধের মধ্যে সব তথ্য-সহ ওই খাম জমা দিতে হবে ।
সুপ্রিম কোর্ট ২ নভেম্বর নির্দেশ দেয়, ১৯ নভেম্বরের আগেই নির্বাচনী বন্ডের অনুদান সম্পর্কিত সব তথ্য শীর্ষ আদালতে জমা দিতে হবে । সিল করা প্যাকেটে আদালতের রেজিস্ট্রারের কাছে তা হস্তান্তর করতে হবে।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের এপ্রিলে সুপ্রিম কোর্ট একটি নির্দেশে জানিয়েছিল, নির্বাচনী বন্ডের মাধ্যমে কোন দল কত টাকা পাচ্ছে, সেই তথ্য জমা রাখতে হবে। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই তথ্য জমা দিতে বলেছে শীর্ষ আদালত ।
২০১৮ সালে ২ জানুয়ারি নির্বাচনী বন্ডের স্কিম আনে কেন্দ্রীয় সরকার । নির্বাচনে কালো টাকা রুখতেই নির্বাচনী বন্ডের ব্যবস্থা চালু করা হয়েছিল। এমনই দাবি করা হয়েছে সরকারের তরফে ।