শ্রীনগর, ১৫ মে : মনোরম ও স্বস্তিদায়ক আবহাওয়া বজায় রয়েছে জম্মু ও কাশ্মীরে। তাপমাত্রার পারদ অবশ্য ওঠানামা করছে মাঝেমধ্যেই, আগামী ২৫ মে পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। এমনটাই জানিয়েছে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ মে পর্যন্ত জম্মু ও কাশ্মীরের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক, এরপর ২০-২৫ মে-ও একইরকম আবহাওয়া থাকবে। তবে, ১৮-১৯ মে জম্মু ও কাশ্মীরের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। আবহাওয়ার খামখেয়ালিপনায় ২৫ মে পর্যন্ত তাপমাত্রার পারদ ওঠানামা করবে জম্মু ও কাশ্মীরের নানা প্রান্তে।