দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- শ্রীনগরের নির্বাচনী জনসভা থেকে ন্যাশনাল কনফারেন্স-এর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছিলেন, জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের এজেন্ডা চাপিয়ে দিতে দেব না। প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের জবাব দিলেন ন্যাশনাল কনফারেন্স-এর প্রধান ফারুক আব্দুল্লাহ। শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফারুক আব্দুল্লাহ বলেছেন, আমরা কখনই পাকিস্তানের এজেন্ডা চালাইনি। এটা দুর্ভাগ্যজনক। যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে, তারাই পাকিস্তানের এজেন্ডা চালাচ্ছে। আমরা তাদের সম্পর্কে কি করব? যারা নিজেরা পাকিস্তানের দালাল, তারা আমাদের এজেন্ট বলছে।"