Country

6 months ago

Water logging in several parts of Bengalurur : বৃষ্টির জল ধীরে ধীরে নামছে বেঙ্গালুরুতে, কিছু এলাকা এখনও জলমগ্নই

water logging in several parts of bengalurur

 

বেঙ্গালুরু, ৭ সেপ্টেম্বর : টানা বৃষ্টিতে এখনও জলমগ্ন বেঙ্গালুরু। গত তিন দিন ধরে বৃষ্টিতে কার্যত ভাসছে তথ্যপ্রযুক্তি নগরী। তবে স্বস্তির বিষয় হল, বেঙ্গালুরুর কিছু এলাকা থেকে ধীরে ধীরে জল নামছে। তবুও অনেক এলাকা জলমগ্ন থাকায় এদিনও বিপর্যস্ত হয়েছে যাতায়াত ব্যবস্থা।

বুধবার সকালে জলের তলায় ছিল বেঙ্গালুরুর কোরামঙ্গলা এলাকা। বেঙ্গালুরুর ইকো স্পেসের কাছে আউটার রিং রোড থেকে জল নামছে। এদিন ভোরেই বেঙ্গালুরুর বিভিন্ন জলমগ্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী সি এন অস্বথনারায়ণ ও আর অশোক ও স্থানীয় বিধায়ক ও সংশ্লিষ্ট আধিকারিকরা।

You might also like!