Country

1 year ago

water logging in several parts of Bengaluru : অবিশ্রান্ত বৃষ্টিতে জলমগ্ন বেঙ্গালুরুর বিস্তীর্ণ প্রান্ত, রাস্তায় জল জমে বিঘ্নিত যানবাহন চলাচল

water logging in several parts of bengaluru
water logging in several parts of bengaluru

 

বেঙ্গালুরু, ৫ সেপ্টেম্বর : অবিশ্রান্ত ও একনাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু। প্রবল বৃষ্টিপাতের জেরে বেঙ্গালুরুর বিভিন্ন প্রান্তে জমে গিয়েছে জল, বেঙ্গালুরুর চারিদিকে শুধু জল আর জল! রাস্তায় জল জমে যাওয়ায় সোমবার সকালে বেঙ্গালুরুতে ধীর গতিতে চলাচল করেছে যানবাহন। বিপর্যস্ত হয়ে পড়ে স্বাভাবিক জনজীবন।

বেঙ্গালুরুর কোরামঙ্গলা এলাকা এদিন সকালে ছিল জলের তলায়। কোথাও গোড়ালি, কোথাও আবার হাঁটু অবধি জল জমে যায়। মারাঠাহাল্লি-সিল্ক বোর্ড জংশন রোডে এদিন ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এই রাস্তাতেই জলের মধ্যে আটকে পড়েছিলেন একজন ব্যক্তি, তাঁকে স্থানীয় মানুষজন উদ্ধার করেন। রাস্তা থেকে জল নামানোর কাজ চলছে দ্রুততার সঙ্গে।

You might also like!