কেরল, ২৪ মে: ভারী বৃষ্টির কারণে কেরলের ৭ জেলায় জারি কমলা সতর্কতা। ভারতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে কেরলের পাথনামথিত্তা, আল্লাপুঝা, কোট্টায়ম, এর্নাকুলাম, ইদুক্কি, কোঝিকোড় এবং কান্নুর জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাত। এলাকাবাসীকে সাবধান করে জারি হয়েছে কমলা সতর্কর্তা।
কেরলের পাশাপাশি পঞ্জাবেও কমলা সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানী নরেশ কুমার। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, রাজস্থান ও হরিয়ানায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে, গত দুই দিনে দিল্লিতে তাপমাত্রা কিছুটা কমলেও মানুষকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, পূর্বাভাস অনুযায়ী সেখানকার তাপমাত্রা আগামী কয়েকদিন ৪৩ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।