Country

2 weeks ago

Uddhav Thackeray on Waqf Bill: শুধুমাত্র জমির জন্য ওয়াকফ বিল আনা হয়েছে, মন্তব্য উদ্ধব ঠাকরের

Uddhav Thackeray
Uddhav Thackeray

 

মুম্বই, ৩ এপ্রিল : শুধুমাত্র জমির জন্য ওয়াকফ বিল আনা হয়েছে, এমনটাই মন্তব্য করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি ভারতের ওপর আমেরিকার চাপানো শুল্ক নিয়েও মন্তব্য করেছেন। বৃহস্পতিবার ওয়াকফ সংশোধনী বিল প্রসঙ্গে উদ্ধব ঠাকরে বলেছেন, "তাঁরা কেবল জমির জন্য এই বিল এনেছে। আমরা বিলের বিরোধিতা করিনি, আমরা দুর্নীতির বিরোধিতা করেছি। আমরা তাঁদের নাটকের বিরোধিতা করেছি।" উদ্ধব ঠাকরে বলেন, "আমেরিকা যুক্তরাষ্ট্র ভারত-সহ সকল দেশের জন্য নতুন শুল্ক ঘোষণা করেছে এবং সম্ভবত এটি দেশে কিছুটা আর্থিক সংকট ডেকে আনবে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের এই নতুন শুল্ক ঘোষণার পর সরকারের কর্তব্য হলো নিজেদের কৌশল স্পষ্ট করা। সংসদের অধিবেশন চলছে, তাই সরকারের উচিত এগিয়ে এসে এই সমস্ত বিষয় স্পষ্ট করা।"

You might also like!